আসানসোল: দীর্ঘ চার বছর পর আজ, মঙ্গলবার, কয়লা পাচার কাণ্ডে চার্জ গঠন করা হয়েছে। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ৪৯ জন অভিযুক্তের বিরুদ্ধে আজ চার্জ গঠন করা হয়। এর আগে সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্ত হিসেবে ৫০ জনের নাম ছিল, তবে পলাতক অভিযুক্ত বিনয় মিশ্রের কারণে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়নি।
এ দিন তিনজন অভিযুক্তকে আদালতে ভার্চুয়ালি হাজির করা হয়, তাদের মধ্যে অন্যতম বিকাশ মিশ্র, যিনি বর্তমানে যৌন হেনস্থার মামলায় প্রেসিডেন্সি জেলে বন্দি। সিবিআই সূত্রে জানা যায়, মোট ৪৯ জন অভিযুক্তের মধ্যে অনুপ মাজি (লালা), রত্নেশ বর্মা ও বিকাশ মিশ্র—এই তিনজনের বিচার পৃথকভাবে হবে, কারণ কয়লা পাচারে তাদের সরাসরি যোগসূত্র রয়েছে।
এই মামলার অভিযোগ অনুযায়ী, অভিযুক্তেরা আনুমানিক ৩১ লক্ষ মেট্রিক টন কয়লা চুরি ও পাচার করেছে, যার ফলে সরকারের ১৩৪০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এই পাচার ঘটনা ঘটেছে। ২০২০ সালে সিবিআই এই মামলার তদন্ত শুরু করে এবং একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করে।
আগামী ২১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।