আল্লু অর্জুনের অ্যাকশন থ্রিলার ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসে অবিরাম সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। বিশাল উদ্বোধনী সপ্তাহান্তের পর, ছবিটি সপ্তাহের দিনগুলিতেও কোন ধরনের ধীর গতির প্রমাণ দেখাচ্ছে না। সর্বশেষ বক্স অফিস আপডেট অনুযায়ী, ‘পুষ্পা ২’ মঙ্গলবারের আয়ের সঙ্গে বক্স অফিসে ৬৪৫ কোটি টাকার রেকর্ড অতিক্রম করেছে।
মঙ্গলবার পর্যন্ত ভারতের বিভিন্ন ভাষায় ছবিটি ৫২.৫০ কোটি টাকা আয় করেছে, ফলে ছবিটির মোট আয় ৬০০ কোটি রুপির গণ্ডি পেরিয়ে গেছে। শুক্রবার ৯৩.৮ কোটি, শনিবার ১১৯.২৫ কোটি এবং রবিবার ১৪১.৫ কোটি টাকার আয় করে ছবিটি রেকর্ড ভাঙে। প্রথম সোমবারে ছবিটি ৬৪.৪৫ কোটি টাকা আয় করেছে, যা সকলকে অবাক করে দিয়েছে।
শুরুতে তেলেগু ভাষার বাজারে দাপট দেখালেও, এখন হিন্দি ভাষাতেও ছবিটি দুর্দান্ত সাফল্য অর্জন করছে। মঙ্গলবার ছবিটির তেলেগু বাজারে দখল ছিল ৩১.২৩ শতাংশ, আর হিন্দি ভাষার আসন ছিল ৩১.৫৫ শতাংশ।
এদিকে, বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘পুষ্পা ২’ দেখে তার মুগ্ধতার কথা শেয়ার করেন। জিৎ লেখেন, “অল্লু অর্জুন আবারও প্রমাণ করলেন, তিনি দেশের সেরা।” জবাবে আল্লু অর্জুন ধন্যবাদ জানান, এবং বলেন, “আপনার প্রশংসা পেয়ে আমি সত্যিই খুশি।”