অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে বোলিং করতে গিয়ে মাঠে শুয়ে পড়েন ভারতের পেসার জসপ্রীত বুমরাহ। প্রথমে মনে হয়েছিল, তিনি গুরুতর চোট পেয়েছেন, কিন্তু পরে জানা যায়, কেবলমাত্র টান ধরেছিল তাঁর। তবে এই ঘটনায় চিন্তা বেড়েছে ক্রিকেট বিশ্লেষক ও প্রাক্তন অজি পেসার ড্যামিয়েন ফ্লেমিংয়ের। ফ্লেমিং মন্তব্য করেছেন, ‘‘আমি একে শুধু ক্র্যাম্প মনে করতে পারছি না। প্রথম ইনিংসে বিরতির সময় বুমরাহকে যথেষ্ট সমস্যায় দেখা গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে বল করার সময় গতি কমে যায়, আর সেটা চিন্তার বিষয়।’’ তিনি আরও বলেন, ‘‘এটা মনে হচ্ছে, কিছু আড়াল করা হচ্ছে।’’
বুমরাহ মাঠে শুয়ে পড়ার পর তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তবে তারপরেও তিনি বল করেন এবং উইকেটও পান। তবে তাঁর গতিবেগ কিছুটা কমে যায়, প্রায় ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল যদিও বিষয়টি নিয়ে উদ্বেগ না প্রকাশের কথা বলেন, কিন্তু ফ্লেমিংয়ের মত, এটি বড় সমস্যা হতে পারে।
দ্বিতীয় ইনিংসে ভারতের জন্য খুব বেশি বল করার সুযোগ না থাকলেও, বুমরাহের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষত, ফ্লেমিং মনে করছেন, সিরাজকে চাপ দিয়ে বুমরাহকে দিয়ে বল করানো উচিত ছিল না। এমন পরিস্থিতিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে বুমরাহের ফিটনেস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ‘‘আমরা বুমরাহকে ফ্রেশ রাখতে চাই, তাই বোলারদের ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’
অ্যাডিলেড টেস্ট শেষ হওয়ায় ব্রিসবেন টেস্টের জন্য বুমরাহকে সেরে ওঠার আরও সময় মিলবে, তবে তাঁর ফিটনেস নিয়ে সংশয় রয়ে গেছে।