আরজি কর মেডিক্যাল কলেজের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় নির্যাতিতার পরিবারের পক্ষে লড়াই করা আইনজীবী বৃন্দা গ্রোভার বুধবার তার দায়িত্ব ছাড়ার ঘোষণা করেছেন। গত তিন মাস ধরে তিনি এই মামলায় আইনি সহায়তা প্রদান করছিলেন এবং সিবিআইয়ের সাথে সহযোগিতাও করেছিলেন। তবে কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
বৃন্দা তার দফতরের মাধ্যমে জানিয়েছেন, ‘‘গত তিন মাসে সব নিয়ম মেনেই আইনি সহায়তা দেওয়া হয়েছে এবং সিবিআইয়ের সাথে কাজ করা হয়েছে।’’ শিয়ালদহ আদালতে ৫১ জন সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে, এবং বাকি সাক্ষীগণের সাক্ষ্যও শিগগিরই নেওয়া হবে। কিন্তু বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার পরেই তিনি এই সিদ্ধান্ত নেন, যা তার দফতরের বিবৃতিতে প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত শুনানিতে তিনি নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সওয়াল করেছিলেন। তবে, মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ মার্চ নির্ধারণ করা হয়েছে, যা নিয়ে কিছু অসন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা-মা। তারা সিবিআইয়ের ভূমিকা নিয়ে তাদের হতাশা জানিয়েছেন এবং অভিযোগ করেছেন, ‘‘আদালতে সিবিআই মিথ্যা বলছে এবং আমাদের সাথে যোগাযোগ রাখছে না।’’
বৃন্দা গ্রোভার ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মামলাটি গ্রহণ করেছিলেন এবং এই মামলায় সওয়াল করার জন্য তিনি বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। তবে, বুধবার তিনি আরজি কর মামলায় তাঁর দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।