বাংলাদেশের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। ৭৪০ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব-পিলারের কাছে সুকানী সীমান্ত থেকে একই পরিবারের ৩ সদস্যসহ মোট ৪ জনকে আটক করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন মণিরাম বর্মণ (৫২), তাঁর স্ত্রী হীরা রানি বর্মণ (৩৫), মণিরামের প্রথম স্ত্রীর ছেলে রিপন বর্মণ (২১) এবং প্রতিবেশী নিমাই চন্দ্র বর্মণ। তাঁরা ঠাকুরগাঁও সদর উপজেলার ধোন্দগাঁও এলাকার বাসিন্দা।
ধৃতরা ঠাকুরগাঁওয়ের একটি দালাল চক্রের মাধ্যমে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বিএসএফ তাদের দেখে ফেললে বিজিবি জানায় এবং তারা গ্রেফতার হয়। এই চারজন ১ লাখ টাকা ঘুষ দিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল। তাঁদের কাছ থেকে বাংলাদেশি ১৪ হাজার ৭০০ টাকা, ভারতের ৪০৫ টাকা, এক ভরি সোনার গয়না ও ৭ ভরি রুপোর গয়না উদ্ধার করা হয়েছে। এছাড়া, এই চারজনের সঙ্গে একটি নাবালিকাও ছিল, যাকে গ্রেফতার না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ভারতের উত্তর দিনাজপুরে আরও একটি ঘটনা ঘটেছে, যেখানে ১৭ বছর বয়সী এক নাবালিকা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। বিএসএফ তাঁকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেয়। ওই তরুণী জানান, মৌলবাদী গোষ্ঠীর হুমকির কারণে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং তাঁর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।