সিরিজের প্রথম দুই ওয়ান ডে ম্যাচে হেরে ইতিমধ্যেই সিরিজ হার নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। এবার, নিয়মরক্ষার তৃতীয় ওয়ান ডে ম্যাচেও ৩০০ রানের বেশি করে হেরে গিয়েছে মেহেদি হাসান মিরাজ ও তার দলের সদস্যরা। ফলে, তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করল ওয়েস্ট ইন্ডিজ, এবং তারা ৩-০ তে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ফেলল।
এই ম্যাচে, সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশের ব্যাটিংয়ে ছিলেন সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মাহমুদুল্লাহ এবং জাকের আলি। তারা ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করে। সৌম্য ৭৩ বল মোকাবেলা করে ৭৩ রান করেন, মেহেদি ৭৭ রান করেন ৭৩ বল খেলে, মাহমুদুল্লাহ ৮৪ রান করেন ৬৩ বল খেলে এবং জাকের আলি ৬২ রান করেন ৫৭ বল খেলে। তবে, বাংলাদেশের শীর্ষ ব্যাটার লিটন দাস কোনো রান করতে পারেননি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেফ, গুড়াকেশ মোতি এবং শেরফান রাদারফোর্ড যথাক্রমে ২, ১ এবং ১টি উইকেট নেন।
জবাবে, ওয়েস্ট ইন্ডিজ ৪৫.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৫ রান করে ম্যাচ জয়ী হয়। কেসি কার্টি ৮৮ বলে ৯৫ রান করেন। তবে, ম্যাচের সেরা হন অভিষেককারী আমির জাঙ্গু। তিনি ৮৩ বলে ১০৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। গুড়াকেশ মোতি ৩১ বলে ৪৪ রান করে অপরাজিত ছিলেন।
শেষ পর্যন্ত, ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে বাংলাদেশ সিরিজে হোয়াইটওয়াশ হয়
