ভারতীয় প্রতিরক্ষা শক্তি আরও মজবুত করতে ১২টি সুখোই-৩০ যুদ্ধবিমান এবং ১০০টি সেলফ-প্রপেলড কে৯ বজ্র-টি গান সিস্টেম কেনার চুক্তি করেছে ভারত সরকার। সম্প্রতি, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) এবং ভারত সরকারের মধ্যে মোট ২০,৬০০ কোটি টাকার দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২টি সুখোই-৩০ যুদ্ধবিমান এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম হ্যাল সরবরাহ করবে। এসব যুদ্ধবিমান দুর্ঘটনাজনিত ক্ষতিগ্রস্ত বিমানের শূন্যস্থান পূরণ করবে, যার ফলে ভারতীয় বায়ুসেনার কার্যক্ষমতা আরও বাড়বে। বর্তমানে ভারতীয় বায়ুসেনায় ২৬০টি সুখোই-৩০ যুদ্ধবিমান রয়েছে।
এর পাশাপাশি, আরও ১০০টি কে৯ বজ্র-টি গান সিস্টেম কেনার জন্য দক্ষিণ কোরিয়ার হানওয়া টেকউইন এবং লারসেন অ্যান্ড টুরবো (এলঅ্যান্ডটি) এর সঙ্গে চুক্তি হয়েছে। এই গুলি ভারতের সেনার শক্তি বাড়াতে সহায়ক হবে, বিশেষ করে মরুভূমি এবং পাহাড়ি এলাকায় তাদের কার্যকারিতা আরও মজবুত করবে।
গত সেপ্টেম্বর মাসে, ২৬,০০০ কোটি টাকার চুক্তিতে হ্যালের সঙ্গে ২৩৫টি এয়ারক্রাফট ইঞ্জিনের চুক্তি হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এসব উদ্যোগ ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের অংশ হিসেবে দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
এই পদক্ষেপগুলি ভারতের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করবে, যা আন্তর্জাতিক নিরাপত্তা ক্ষেত্রে নতুন সমীকরণ তৈরি করবে।