১৩ ডিসেম্বর দক্ষিণ কলকাতার গলফগ্রিন এলাকায় এক ময়লার স্তূপ থেকে উদ্ধার হয় একটি কাটা মুণ্ড। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহর জুড়ে। তবে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের সিট গঠন এবং তদন্তের মাধ্যমে আটক করা হয় এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম আতিকুর লস্কর, যাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ ডিসেম্বর সকালে সাফাইকর্মীরা ময়লার স্তূপ পরিষ্কার করতে গিয়ে একটি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো মুণ্ডটি খুঁজে পান। প্রথমে তাঁরা ভাবেন এটি নকল, কিন্তু পরবর্তীতে রক্ত দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর মুণ্ডটির পরিচয় খুঁজতে শুরু করে। তদন্তের এক পর্যায়ে, নিহত মহিলার নাম খাদিজা বিবি বলে চিহ্নিত হয়।
পুলিশের তদন্তে জানা যায়, আতিকুর লস্করের গতিবিধির প্রমাণ পাওয়া যায় গলফগ্রিনের ওই এলাকায়, যেখানে মুণ্ডটি উদ্ধার হয়। সিসিটিভি ফুটেজ ও টাওয়ার লোকেশন ব্যবহার করে আতিকুরকে চিহ্নিত করা হয় এবং গত রাতে তাকে আটক করা হয়। আতিকুর দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসিন্দা।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, মৃত্যু প্রেমঘটিত টানাপোড়েনের কারণে হতে পারে। পুলিশের তদন্ত এখনো চলছে এবং নিহত মহিলার পরিবারের সঙ্গেও কথা বলা হচ্ছে। তবে মুণ্ডের বাকি দেহ এখনও উদ্ধার হয়নি এবং তল্লাশি অব্যাহত রয়েছে।