বিহারের কাটিহারে এক শিক্ষককে অপহরণ করে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা অবনীশ কুমার, যিনি সদ্য বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্কুল শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন, শুক্রবার স্কুলে যাওয়ার পথে দুটি স্করপিও গাড়ি তাঁকে অপহরণ করে। অভিযোগ, গাড়িতে তুলে নিয়ে গিয়ে তাঁকে মারধর করা হয় এবং এক সময় জোর করে বিয়ে দেওয়া হয় গুঞ্জন নামে এক মহিলার সঙ্গে।
গুঞ্জন দাবি করেছেন, অবনীশের সঙ্গে তাঁর ৪ বছরের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সরকারি শিক্ষক পদে চাকরি পাওয়ার পর অবনীশ সম্পর্কটি আর রাখতে চাননি, এমন অভিযোগ গুঞ্জনের। পরে গুঞ্জনের আত্মীয়রা দুটি স্করপিও গাড়ি নিয়ে এসে অবনীশকে স্কুল যাওয়ার পথে অপহরণ করেন এবং কিছু সময়ের মধ্যে তাঁকে গুঞ্জনের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
বিহারের স্থানীয় সমাজে এই ধরনের বিয়ে ‘পকড়ওয়া বিবাহ’ নামে পরিচিত, যেখানে পুরুষকে জোর করে অপহরণ করে বিয়ে দেওয়া হয়। বিহারে এই ধরনের ঘটনা গত ৩০ বছরে ব্যাপকভাবে বেড়ে গেছে। পুলিশের বক্তব্য, অনেক সময় অবিবাহিত পুরুষকে বন্দুকের নল দেখিয়ে অপহরণ করে এমন বিয়ে করা হয়।
এদিকে, অবনীশ পুলিশে অভিযোগ দায়ের করেছেন এবং দাবি করেছেন, গুঞ্জনের সঙ্গে তাঁর কোনও প্রেমের সম্পর্ক ছিল না এবং তাঁকে হেনস্তা করা হয়েছে। এই ঘটনার পর গুঞ্জন অবনীশের বাড়ি পৌঁছালেও তাঁর পরিবার তাঁকে মেনে নেয়নি।