হ্যামিল্টনের মাঠে বর্তমানে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে চলমান টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। শনিবার, ম্যাচের প্রথম দিনে নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান কেন উইলিয়ামসন দুর্দান্ত ব্যাটিং করেন,৮৭ বলে ৯টি চারের সাহায্যে ৪৪ রান করেন উইলিয়ামসন, তবে ম্যাথু পটসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন তিনি।
এই আউটটি ছিল একেবারে অদ্ভুত। উইলিয়ামসন ৫৯তম ওভারের শেষ বলটি হালকা হাতে খেলেছিলেন। কিন্তু বলটি ফাঁক দিয়ে স্টাম্পের কাছে চলে যায়। দ্রুত ঘুরে গিয়ে পা দিয়ে বলটি থামানোর চেষ্টা করেন উইলিয়ামসন। কিন্তু তার অসাবধানতায় বলটি কিক করে স্টাম্পের দিকে চলে যায়, এবং সেটি উইকেট ভেঙে দেয়। এই অদ্ভুত আউট দেখে হতবাক ক্রিকেট ভক্তরা। এ ঘটনায় উইলিয়ামসনের হতাশা স্পষ্ট ছিল।
এই ঘটনার পর উইলিয়ামসন মাঠেই দাঁড়িয়ে নিজের ভুলের জন্য অনুতপ্ত হতে দেখা যায়। কিছুক্ষণ স্টাম্পের কাছে দাঁড়িয়ে আফসোস করার পর, তিনি মাথা নিচু করে নেন। সাধারণত, উইলিয়ামসন আউট হওয়ার পর এতটা হতাশ হন না, কিন্তু এই ভুলে তিনি অনেকটাই ভেঙে পড়েন। সোশ্যাল মিডিয়ায় তার এই ছবি ও ভিডিও এখন ভাইরাল। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘এত সাহসী কে?’ আরেকজন বলেছেন, ‘উইলিয়ামসনকে আউট করতে না পারলে, তাকে দুর্ভাগ্যজনক বলা হয়।’
প্রথম দিনে স্টাম্প পর্যন্ত নিউজিল্যান্ড ৮২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান করেছে। ক্যাপ্টেন টম ল্যাথাম ১৩৫ বলের মোকাবেলায় ৬৩ রান করেন। তিনি উইল ইয়ং-এর সঙ্গে প্রথম উইকেটে ১০৫ রানের জুটি গড়েন। এরপর উইলিয়ামসনের সঙ্গে ৩৭ রান যোগ করেন। টম ব্লান্ডেল (২১), রাচিন রবীন্দ্র (১৮) ও ড্যারিল মিচেল (১৪) বড় ইনিংস খেলতে পারেননি। ইংল্যান্ড সিরিজে ২-০ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড ধরে রেখেছে।