ভারতের সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংসদে আলোচনা চলাকালীন বড় দাবি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সংসদে দাঁড়িয়ে জানান, সংবিধান পরিষদ একমত হয়েছিল যে দেশের নির্বাচিত সরকারকে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করা উচিত। মোদী বলেন, “বিআর আম্বেদকর দৃঢ়ভাবে সব ধর্মের জন্য ইউসিসি কার্যকরের পক্ষে ছিলেন।” তিনি আরও জানান, তার সরকার এই বিধি চালু করার জন্য কাজ করছে এবং এই বিষয়ে সংবিধান পরিষদের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখেই ধর্মনিরপেক্ষ নাগরিক আইনের জন্য কাজ করছে।
মোদী বলেন, “ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে সংবিধান পরিষদ সদস্যরা দীর্ঘ আলোচনা করেছিলেন। তাদের সিদ্ধান্ত ছিল যে, যে সরকারই ক্ষমতায় আসুক, তারা ইউসিসি কার্যকর করলে তা দেশের জন্য ভালো হবে।” তিনি আরও উল্লেখ করেন, “সুপ্রিম কোর্টও বহুবার বলেছে যে, দেশে ইউসিসি আনতে হবে।”
এদিকে মোদী সংসদে আরও বলেন, “ধর্মের ভিত্তিতে সংরক্ষণ ব্যবস্থা এড়িয়ে যেতে হবে, তবে যাঁরা এতদিন সংরক্ষণ সুবিধা পেয়েছেন, তাদের সেই সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।” তিনি আরও বলেন, “স্বাধীনতার আগে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার প্রস্তাব ছিল, কিন্তু তা খারিজ হয়ে গিয়েছিল।”
এই নিয়ে বিগত কয়েক বছরে একাধিক বিজেপি নেতাকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছে। সম্প্রতি বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই বিষয় নিয়ে তৎপরতা দেখা গিয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি স্পষ্ট করে জানিয়েছে, নির্বাচনে জয়ী হলে মোদী সরকার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবে। চলতি বছরের স্বাধীনতা দিবসের বক্তৃতাতেও মোদী এই বিষয়ে সমর্থন জানান, তিনি বলেন, “যে আইন ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করে, আধুনিক সমাজে তার জায়গা নেই।”