সম্প্রতি কলকাতার মন্ত্রী ফিরহাদ হাকিমের একটি মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। মন্ত্রীর “লঘু” মন্তব্যের সমালোচনা করতে গিয়ে, তৃণমূল কংগ্রেসের আরও এক সংখ্যালঘু নেতা, ডেবরার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন IPS অফিসার হুমায়ুন কবীর নাম না করে ফিরহাদকে তীব্র আক্রমণ করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে হুমায়ুন কবীর বলেন, “কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই।”
তিনি প্রশ্ন তোলেন, “৫ সন্তান রিক্সাওয়ালা, সব্জিওয়ালা, ঠেলাওয়ালা, পরিযায়ী শ্রমিক, হকার হবে, এটা ঠিক? নাকি ২ সন্তান শিক্ষক, ডাক্তার, নিদেনপক্ষে আমার মতো পুলিশ হবে, সেটা ভাল?” হুমায়ুন কবীরের এই মন্তব্যে স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি ফিরহাদের মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলেছেন, যেখানে ফিরহাদ পরিবার পরিকল্পনার গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলেন।
হুমায়ুন কবীর তাঁর পোস্টে আরও বলেন, সমাজের প্রতি দায়িত্ব ও সচেতনতা দরকার, বিশেষত পরিবারের গঠনের ক্ষেত্রে। তাঁর বক্তব্য অনুযায়ী, সংখ্যা বৃদ্ধি না করে, সন্তানদের গুণগত মানের দিকে বেশি নজর দেওয়া উচিত।
এই বিতর্কের ফলে তৃণমূল কংগ্রেসের ভিতরে আরও একবার অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হয়েছে। তবে, ফিরহাদ হাকিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনীতির অঙ্গনে এই ধরনের মন্তব্য রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা তৃণমূলের অভ্যন্তরীণ সংঘাতের নতুন দিক উন্মোচন করেছে।