রাজ্যসভায় মঙ্গলবার সংবিধান বিষয়ক এক ডিবেটে বক্তব্য রাখার সময় রাহুল গান্ধীকে আবারও খোঁচা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেসের প্রতি সুর চড়িয়ে অমিত শাহ বলেন, “৫৪ বছরের নেতা নিজেকে যুবক বলেন” এবং অভিযোগ করেন যে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে মিথ্যা দাবি করছে যে, সরকার সংবিধান পরিবর্তন করতে চায়। তিনি আরও বলেন, রাহুল গান্ধী এটা বুঝতে পারছেন না যে সংবিধান সংশোধনের একটি বিধান রয়েছে, যা ৩৬৮ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত।
সংবিধানের ৭৫ বছরের পূর্তিতে সংসদে অংশ নেওয়া অমিত শাহ রাহুলের প্রতি আক্রমণ আরও তীব্র করেন। তিনি বলেন, “কংগ্রেস দাবি করছে যে, বিজেপি সংবিধান পাল্টাতে চলেছে। কিন্তু আমাদের সংবিধান কখনও অপরিবর্তনীয় বলে গণ্য হয়নি, কেননা ৩৬৮ অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান রয়েছে।” তিনি কংগ্রেসের ইতিহাস তুলে ধরে বলেন, “কংগ্রেস ৫৫ বছর শাসন করেছে এবং ৭৭টি সংশোধন করেছে। বিজেপি ১৬ বছর শাসন করেছে এবং ২২টি সংশোধন করেছে। তবে পরিবর্তনের উদ্দেশ্য ছিল কী? এটি কি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, না কি ক্ষমতায় থাকার জন্য?”
অমিত শাহ বলেন, কংগ্রেস বহুবার সংবিধানকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্যে, এবং রাহুল গান্ধী যেটি ‘সংবিধান’ বলে দাবি করেন, সেটি আসলে ‘জাল’ এবং ‘খালি’। তিনি উল্লেখ করেন, “গত ৭৫ বছরে কংগ্রেস সংবিধানের নামে প্রতারণা করেছে।”
এদিকে, রাহুল গান্ধী অনেকবার নিজের সভায় সংবিধান হাতে প্রচারে অংশ নিয়েছেন এবং তিনি বারবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তারা সংবিধান পরিবর্তন করতে চায়। তবে অমিত শাহের মতে, কংগ্রেসের এসব দাবি অসত্য এবং বিভ্রান্তিকর।
