ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সম্প্রতি তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসরের সিদ্ধান্ত নেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির মাঝখানে তাঁর অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনেকেই বিস্মিত হয়েছেন। রোহিত শর্মা দাবি করেছেন, পার্থে দলের সঙ্গে যোগ দেওয়ার পরে অশ্বিন তাঁর অবসরের কথা জানিয়েছিলেন এবং অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টে তিনি মাঠে নামতে রাজি হয়েছিলেন। তবে, অবসর নেওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত ব্রিসবেনের তৃতীয় টেস্টের একাদশে সুযোগ না পাওয়ার পরেই চূড়ান্ত হয়।
অশ্বিন যদি চান, তাহলে অ্যাডিলেড টেস্টেই তিনি জাতীয় দলের জার্সি তুলে রাখতে পারতেন, তবে কেন ব্রিসবেন পর্যন্ত অপেক্ষা করলেন? এর উত্তর খুঁজতে গিয়েই কিছু সম্ভাব্য কারণ সামনে এসেছে। প্রথমত, অশ্বিন সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না, যা তাঁর জন্য হতাশার কারণ ছিল। কোচ গৌতম গম্ভীরের জমানায় অশ্বিন টেস্ট দলেও কোণঠাসা হয়ে পড়েছিলেন এবং ওয়াশিংটন সুন্দরকে প্রাধান্য দেওয়া হচ্ছিল।
দ্বিতীয়ত, বর্ডার-গাভাসকর ট্রফিতে অশ্বিনের সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়েও সংশয় ছিল, কারণ টিম ম্যানেজমেন্ট বিভিন্ন স্পিনারকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তৃতীয়ত, বিদেশের মাটিতে জাদেজার সঙ্গে সুন্দরের প্রাধান্য বেশি ছিল, এবং অশ্বিন হয়তো বুঝতে পেরেছিলেন যে তাঁকে প্রয়োজন হবে না।
সবশেষে, অশ্বিনের জন্য মাথা হেঁট করে সরে যাওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না। তাই সময় থাকতে নিজের সম্মান রেখে বিদায় নেওয়াই শ্রেয় মনে করেছেন তিনি।
