অস্ট্রেলিয়ায় নিজের শেষ ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কয়েক ঘণ্টা আগে তার এই সিদ্ধান্তের কথা জানানোর পরেই তিনি ভারতে ফেরার বিমান ধরতে রওনা হন। অশ্বিনের বিদায়বেলায় ভারতীয় দলের সদস্যরা আবেগে ভাসেন এবং তাঁকে নিয়ে প্রশংসা করেন রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকারা। তবে, তার বিমান ধরার সময় এগিয়ে আসায় কোনও বিদায়ী নৈশভোজ বা পার্টির আয়োজন করা হয়নি।
ভারতীয় দল সূত্রে জানা গেছে, ‘‘সবাই তাঁর প্রশংসা করেছেন। সম্মানের সঙ্গে তাঁকে শেষবারের মতো বিদায় জানানো হয়েছে। তিনি আজ রাতেই ব্রিসবেন থেকে ভারতে ফিরে যাচ্ছেন, তাই কোনও প্রথা মেনে নৈশভোজের আয়োজন করা সম্ভব হয়নি।’’
বুধবার ব্রিসবেন টেস্ট ড্র ঘোষিত হওয়ার পরেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে একটি সাংবাদিক সম্মেলনে অশ্বিন তাঁর অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন। এরপর ড্রেসিং রুমে সহকর্মীদের মধ্যে আবেগপূর্ণ বিদায় ভাষণ দেন তিনি।
অশ্বিনের অবসর শুধু ভারতীয় দলেই নয়, সম্মান জানানো হয় অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও। প্যাট কামিন্স এবং নাথান লিয়ন তাঁকে বিশেষ একটি জার্সি উপহার দেন। বিদায়ী মুহূর্তে অশ্বিন আবেগতাড়িত হয়ে পড়েন এবং তার চোখে জল দেখা যায়।