নতুন বিতর্কের জন্ম দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি, এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, রাহুল গান্ধী বিজেপি সাংসদ প্রতাপ সারাঙ্গিকে দেখতে গিয়ে তাঁর বিরুদ্ধে ‘ধাক্কা মারার’ অভিযোগে রোষের মুখে পড়েন। ভিডিওতে দেখা যায়, রাহুল যখন বিজেপি সাংসদকে দেখতে যান, তখন রুমাল দিয়ে তাঁর কপাল মুছে দেওয়া হচ্ছিল। সেই সময়, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রাহুলকে উদ্দেশ্য করে বলেন, “আপনার লজ্জা করে না? কী? গুন্ডাগিরি করছেন? বুড়ো লোকটাকে ফেলে দিলেন?”
এমন মন্তব্যের পর রাহুল কোনো প্রতিক্রিয়া দেননি, বরং অন্য এক মহিলা সাংসদকে সাথে নিয়ে কথাবার্তা বলতে থাকেন। তবে, তার পরবর্তী মন্তব্যে তিনি দাবি করেন, “উনি আমায় ঠেলে দিয়েছেন। উনি আমায় ধাক্কা মেরেছেন।” রাহুলের এ মন্তব্যের পর মহিলা সাংসদ উত্তেজিত হয়ে বলেন, “উনি আপনাকে ধাক্কা মারেননি।”
এদিকে, একাধিক সূত্র থেকে জানা গেছে যে, রাহুল গান্ধী এ ঘটনায় বিজেপি সাংসদদের বিরুদ্ধে অভিযোগ করেন যে তাঁরা সংসদ ভবনে প্রবেশের সময় তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। তিনি বলেন, “বিজেপি সাংসদরা আমাকে আটকানোর চেষ্টা করছিলেন, ধাক্কা মারছিলেন এবং হুমকি দিচ্ছিলেন, তাই এই পরিস্থিতি তৈরি হয়েছে।”
বিজেপি নেতারা রাহুলের অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশী বলেন, “রাহুল গান্ধীর কাছে অনেক জায়গা ছিল, কিন্তু তিনি সম্বিত পাত্রকেও ধাক্কা মেরেছেন। এটি সিসিটিভি ফুটেজে স্পষ্ট হবে।”
এদিকে, প্রতাপ সারাঙ্গি হাসপাতালে ভর্তি আছেন, এবং তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
