সংসদে বাবাসাহেব ড. বি. আর. আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও ব্রায়েনের প্রিভিলেজ নোটিশ এনাকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই অভিযোগ নিয়ে সংসদে সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, এবং অধিবেশন স্থগিত হয়ে যায়। এই প্রসঙ্গে বাবাসাহেব আম্বেদকরের পৌত্র প্রকাশ আম্বেদকর তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন এবং রাজ্যসভায় ডেরেক ও ব্রায়েনকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রকাশ আম্বেদকর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘ডেরেক ও ব্রায়েনকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ এনেছেন।’’ তিনি আরও বলেন, ‘‘বাবাসাহেবের বিরুদ্ধে কোনও অপমানজনক মন্তব্য গ্রহণযোগ্য নয়। যারা তাঁর প্রতি কৃতজ্ঞ, তাদের জন্য এটি একটি লড়াই, যা রাস্তায় এবং সংসদে চালাতে হবে।’’
মঙ্গলবার, রাজ্যসভায় আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্যের পর সংসদে তুমুল গণ্ডগোল বেঁধে যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শাহের মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন। সংসদে কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘর্ষের কারণে এক সাংসদ মাথায় চোট পেয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
এদিকে, আম্বেদকরের পৌত্র প্রকাশ আম্বেদকর তাঁর প্রতিক্রিয়ায় আরও বলেন, ‘‘এটা ভেবে ভালো লাগছে যে ডেরেক ও ব্রায়েন এই লড়াইয়ের একজন অংশীদান করছেন।’’