অনূর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপ টি-২০-তে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। এর আগে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করেছিল ভারত।
শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। এই সিদ্ধান্ত একেবারে সঠিক প্রমাণ করেন বোলাররা। দুরন্ত পারফরম্যান্স করেন আয়ূষী শুক্লা। মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। তাঁর সঙ্গে দুর্দান্ত ছন্দে ছিলেন পারুনিকা সিসোদিয়া, যিনি ২৭ রান দিয়ে ২ উইকেট দখল করেন। পাশাপাশি দৃতি এবং শবনমের ঝুলিতেও যায় ১টি করে উইকেট।
ভারতের বোলিং আক্রমণের সামনে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা কার্যত অসহায় হয়ে পড়েন। ২০ ওভারের নির্ধারিত ইনিংসে তারা ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান তুলতে সক্ষম হয়। লঙ্কান দলের হয়ে মাত্র দুইজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছিলেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারতের ইনিংসের শুরুটা খুব একটা সহজ ছিল না। তবে ধৈর্যশীল ব্যাটিং এবং কার্যকরী পার্টনারশিপের মাধ্যমে লক্ষ্য পূরণে সফল হয় ভারতীয় দল। ভারতের জয়ে ব্যাটিং লাইনআপে দলের সম্মিলিত প্রচেষ্টা ছিল উল্লেখযোগ্য।
এই জয়ের ফলে সুপার ফোরে ভারতের অবস্থান আরও শক্তিশালী হল। ফাইনালের দৌড়ে এগিয়ে যাওয়ার পথে ভারতীয় বোলার এবং ব্যাটসম্যানদের অসাধারণ পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে।