কিছু দিন আগে কলকাতা শহরে বাগুইআটি থানা এলাকার এক বৃদ্ধ দম্পতি সাইবার প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগ, তাদের হাউস অ্যারেস্টের হুমকি দিয়ে প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। প্রতারিত ব্যক্তির নাম বিশ্বরূপ ঘোষ, যিনি সেলস ট্যাক্সের প্রাক্তন অফিসার।
করোনাভাইরাসের সময়ে মোবাইলের কলার টিউনে সচেতনতামূলক বার্তা শোনা যেত, যা জনমানসে প্রভাব ফেলেছিল। এখন, সাইবার জালিয়াতি রুখতে সরকারের পক্ষ থেকে মোবাইল ফোনে কল আসার আগে সতর্কবার্তা শোনা যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে সরকার সাইবার ক্রাইমের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করছে।
এখন মোবাইলে অজানা নম্বর থেকে পুলিশ, সিবিআই বা কাস্টমসের নাম করে যদি কোনও ভিডিয়ো কল আসে, তবে সেটি গ্রহণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি, টোল-ফ্রি নম্বর ১৯৩০-এ ফোন করে অভিযোগ জানানোর ব্যবস্থা করা হয়েছে।
সরকারের এই উদ্যোগের ফলে প্রবীণ নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেতে শুরু করেছে, যদিও কিছু মানুষের মধ্যে আতঙ্কও তৈরি হয়েছে। আজ, শনিবার সকাল থেকে কলকাতা শহরের লোকাল ট্রেন, বাস এবং চায়ের দোকানে এই সাইবার জালিয়াতির বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এদিকে, সাইবার জালিয়াতির সংখ্যা কি সত্যিই বেড়ে গিয়েছে? এই প্রশ্নটি এখন শহরের বিভিন্ন জায়গায় চর্চিত হচ্ছে।