হইচইয়ের নতুন সিরিজ “ভূস্বর্গ ভয়ঙ্কর” ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। ফেলুদা ত্রয়ীর কাশ্মীর অভিযানের এই গল্প নিয়ে চলছে প্রশংসার বন্যা। সিরিজে তোপসের চরিত্রে অভিনয় করেছেন কল্পন মিত্র। সম্প্রতি শ্যুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি।
কল্পন জানান, এই সিরিজে কাজ করার সুযোগ তাঁর কাছে স্বপ্নপূরণের মতো। “অডিশনের মাধ্যমে কাজটা পাই। আগে ব্রিটানিয়ার একটি বিজ্ঞাপনে আমি এবং আবির চট্টোপাধ্যায় একসঙ্গে কাজ করেছিলাম। যদিও সেখানে ফেলুদা-তোপসের উল্লেখ ছিল না, তবু সেটিই আমার রেফারেন্স হয়ে দাঁড়ায়। সৃজিতদা বারবার বলেছিলেন, আমার মুখের কাটিং সত্যজিৎ রায়ের আঁকার সঙ্গে মিলে যায়। সেটিই সম্ভবত আমাকে তোপসে হিসেবে নির্বাচিত করার অন্যতম কারণ।”
শ্যুটিংয়ের সময় সৃজিত মুখোপাধ্যায়ের কঠোর পেশাদারিত্বের কথা তুলে ধরেন কল্পন। “প্রথম সিরিজ ‘ছিন্নমস্তার অভিশাপ’ শ্যুট করার সময় কিছু ভুল করেছিলাম। সৃজিতদার কাছ থেকে বকাও খেয়েছি। তবে পরবর্তীতে নিজের ভুল শুধরে নিয়েছি। উনি আমাদের অনেকটা স্বাধীনতা দেন, চরিত্র নিয়ে নিজস্ব ভাবনা প্রকাশের সুযোগ দেন। কিন্তু ওনার লেখা স্ক্রিপ্ট এতটাই নিখুঁত যে আলাদা করে কিছু বদলানোর দরকার হয়নি।”
“কাশ্মীরের বরফে শ্যুটিং করা ছিল দারুণ অভিজ্ঞতা। দর্শকদের জন্য এটি একপ্রকার উপরি পাওনা। আত্মীয়-বন্ধুরা, প্রিমিয়ার অনুষ্ঠানে আসা অতিথিরা, এমনকি সোশ্যাল মিডিয়া থেকেও খুব ভালো রেসপন্স পাচ্ছি। এটি ফেলুদার সবচেয়ে গ্র্যান্ড প্রোজেক্ট,” বলেন কল্পন।
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত “ভূস্বর্গ ভয়ঙ্কর” বাংলা ওয়েব সিরিজে ফেলুদার নয়া অধ্যায় খুলেছে। এখন অপেক্ষা, দর্শকদের মুগ্ধতা কেমন দীর্ঘস্থায়ী হয়।