
পিলিভিটে এনকাউন্টারে নিহত তিন খলিস্তানি জঙ্গি, উদ্ধার একে-৪৭ ও গোলাবারুদ
উত্তর প্রদেশের পিলিভিটে পুলিশের গুলিতে নিহত হয়েছে তিন খলিস্তানি জঙ্গি। পাঞ্জাব ও উত্তর প্রদেশ পুলিশের যৌথ অভিযানে সোমবার ভোরে এই ঘটনা ঘটে। নিহতরা খলিস্তান কমান্ডো…
উত্তর প্রদেশের পিলিভিটে পুলিশের গুলিতে নিহত হয়েছে তিন খলিস্তানি জঙ্গি। পাঞ্জাব ও উত্তর প্রদেশ পুলিশের যৌথ অভিযানে সোমবার ভোরে এই ঘটনা ঘটে। নিহতরা খলিস্তান কমান্ডো ফোর্সের সদস্য বলে জানা গিয়েছে। মৃতদের নাম গুরবিন্দর সিং, জসনপ্রীত সিং এবং বীরেন্দ্র সিং।
পুলিশ সূত্রে খবর, পাঞ্জাবের গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগ ছিল ওই তিন জঙ্গির বিরুদ্ধে। গোপন সূত্রে খবর পেয়ে, পাঞ্জাব পুলিশ উত্তর প্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে। জানা যায়, এই তিন জঙ্গি পিলিভিটের পুরানপুর এলাকায় আশ্রয় নিয়েছিল। সেখানেই সোমবার ভোরে পুলিশ তাদের আলাদা করে। অভিযুক্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলিতে তারা নিহত হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, দুটি পিস্তল এবং বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাঞ্জাব পুলিশ জানিয়েছে, নিহতদের বিদেশি যোগাযোগেরও তথ্য রয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
এর আগে, শুক্রবার পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কালানৌরে একটি পরিত্যক্ত পুলিশ পোস্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় কেউ হতাহত না হলেও নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এই ঘটনার পরেই পিলিভিটে তিন খলিস্তানি জঙ্গির এনকাউন্টারের ঘটনা সামনে আসে।
এনকাউন্টারের পর পিলিভিট এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাঞ্জাব ও উত্তর প্রদেশ পুলিশ।

পিলিভিটে এনকাউন্টারে নিহত তিন খলিস্তানি জঙ্গি, উদ্ধার একে-৪৭ ও গোলাবারুদ
উত্তর প্রদেশের পিলিভিটে পুলিশের গুলিতে নিহত হয়েছে তিন খলিস্তানি জঙ্গি। পাঞ্জাব ও উত্তর প্রদেশ পুলিশের যৌথ অভিযানে সোমবার ভোরে এই ঘটনা ঘটে। নিহতরা খলিস্তান কমান্ডো…