প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২.০-এর নতুন প্রশাসনে এক ভারতীয় বংশোদ্ভূত দক্ষ প্রযুক্তি বিশেষজ্ঞের অন্তর্ভুক্তি ঘটেছে। শ্রীরাম কৃষ্ণাণ, যিনি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এ.আই.) নিয়ে কাজ করছেন, ট্রাম্পের শাসনামলে হোয়াইট হাউসে “অফিস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি”-এর সিনিয়র নীতি উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। ট্রাম্প নিজেই সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে এই ঘোষণা দিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন, শ্রীরাম কৃষ্ণাণ এ.আই. উন্নয়ন ও মার্কিন নেতৃত্ব বজায় রাখতে কাজ করবেন।
শ্রীরাম কৃষ্ণাণ তামিলনাড়ুর কাঞ্চিপুরমের কাট্টাঙ্ককুলাথুরের এসআরএম ভাল্লিমাই ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলেন। তাঁর কর্মজীবন শুরু হয় মাইক্রোসফটের সঙ্গে, যেখানে তিনি “উইন্ডোজ অ্যাজিউর” সেবা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরপর ফেসবুক, স্ন্যাপ এবং টুইটারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর, এবং টুইটারের এক্স-এ রূপান্তরের সময় ইলন মাস্কের সঙ্গে সহযোগিতা করেছিলেন তিনি।
এছাড়াও কৃষ্ণাণ, “অ্যান্ড্রেসেন হোরোভিটজ” ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের জেনারেল পার্টনার, এবং ২০২৩ সালে লন্ডনে তাদের প্রথম আন্তর্জাতিক অফিস প্রতিষ্ঠা করেন। তিনি ভারতের ফিনটেক সংস্থা ক্রিডের সঙ্গেও যুক্ত আছেন। কৃষ্ণাণের দক্ষতা ও অভিজ্ঞতা তাঁর নতুন পদে বড় ভূমিকা রাখতে সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এখনো পর্যন্ত প্রযুক্তির জগতে তাঁর অবদানের জন্য তিনি ব্যাপক প্রশংসা পেয়েছেন, এবং এই নতুন প্রশাসনিক দায়িত্বে তিনি যুক্ত হলে আমেরিকার প্রযুক্তি খাতে আরও অগ্রগতি ঘটবে বলে আশা করা যাচ্ছে।
