ভারতীয় দলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্র্যাভিস হেড। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ভালো ফর্মে থাকা এই বাঁহাতি ব্যাটারের মেলবোর্ন টেস্টে খেলার সম্ভাবনা উজ্জ্বল। গাব্বায় তৃতীয় টেস্টের পর শোনা গিয়েছিল, থাই মাসেলের চোটের কারণে তিনি চতুর্থ টেস্টে অনিশ্চিত। তবে অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছেন যে হেড চোট অনেকটাই কাটিয়ে উঠেছেন এবং মেডিক্যাল টেস্ট পাস করলে তিনি খেলবেন মেলবোর্নে।
এই সিরিজে ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়ার সবচেয়ে ধারাবাহিক ব্যাটার। তিন টেস্টে ইতিমধ্যেই তিনি ৪০৯ রান সংগ্রহ করেছেন, ব্যাটিং গড় ৮১.৮০। শেষ দুই টেস্টেই শতরান করার পাশাপাশি প্রথম টেস্টেও অর্ধশতরান করে তিনি দলের হয়ে লড়াই চালিয়েছেন। অস্ট্রেলিয়ার ওপেনিং নিয়ে সমস্যা রয়েছে এবং দলের অন্যান্য ব্যাটারদের (মার্শ, খোয়াজা, ল্যাবুশান) ধারাবাহিকতা না থাকায় হেডের ভূমিকা হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিনসও মরিয়া হেডকে খেলানোর জন্য। কারণ চতুর্থ টেস্টের ফলাফল বর্ডার-গাভাসকর সিরিজের ভাগ্য নির্ধারণ করবে। সিডনিতে বৃষ্টির সম্ভাবনা থাকায় মেলবোর্নেই সিরিজে এগিয়ে থাকার সুযোগ কাজে লাগাতে চায় অস্ট্রেলিয়া।
তবে অনুশীলনে হেড এখনো পুরোপুরি স্বাভাবিক নন। চোটের কারণে তিনি নেটে বেশি সময় ব্যাটিং করছেন না এবং দৌড়ও সীমিত করেছেন। কোচ ম্যাকডোনাল্ড জানিয়েছেন, প্রয়োজন হলে ফিল্ডিং পজিশন নিয়ে সমঝোতা করেও হেডকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে।
অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট এই পরিস্থিতিতে ঝুঁকি নিতে প্রস্তুত, কারণ ভারতীয় বোলারদের বিরুদ্ধে হেডের বর্তমান ফর্ম দলে নতুন আত্মবিশ্বাস যোগাবে।
