মেলবোর্ন টেস্টের আগে ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরাহর জন্য এসেছে দারুণ সুখবর। ব্রিসবেনে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বুমরাহ পৌঁছে গেছেন এমন এক উচ্চতায়, যেখানে এর আগে কেবলমাত্র এক ভারতীয় ক্রিকেটার পৌঁছতে পেরেছিলেন। সেই ক্রিকেটার হলেন রবিচন্দ্রন অশ্বিন। এখন বুমরাহর লক্ষ্য অশ্বিনকে ছাড়িয়ে এককভাবে ভারতীয় টেস্ট বোলারদের ইতিহাসে সেরা স্থান অধিকার করা।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখা বুমরাহ ব্রিসবেন টেস্টে ৯ উইকেট নিয়ে নিজের রেটিং পয়েন্টে ১২ পয়েন্ট যোগ করেন। ফলে বর্তমানে তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯০৪-এ। এটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে যুগ্মভাবে সর্বোচ্চ রেটিং, যা অশ্বিন অর্জন করেছিলেন ২০১৬ সালের ডিসেম্বরে। মেলবোর্ন টেস্টে ভালো পারফরম্যান্সের মাধ্যমে বুমরাহ এই রেকর্ডটি এককভাবে নিজের নামে করে নিতে পারেন।
অন্যদিকে, আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের সাম্প্রতিক তালিকায় বেশ কিছু পরিবর্তন হয়েছে। অলরাউন্ডারদের মধ্যে রবীন্দ্র জাদেজা এক নম্বরে রয়েছেন, আর ব্যাটারদের তালিকায় যশস্বী জসওয়াল পাঁচ নম্বরে নেমে গেছেন। রবিচন্দ্রন অশ্বিন অলরাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন, এবং ব্যাটারদের তালিকায় বিরাট কোহলি ২১তম স্থানে আছেন।
এবারের মেলবোর্ন টেস্ট বুমরাহর জন্য হতে পারে নতুন ইতিহাস গড়ার মঞ্চ। যদি তিনি নিজের ফর্ম ধরে রাখতে পারেন, তবে তিনি ভারতীয় ক্রিকেটের নতুন উচ্চতায় পৌঁছাবেন।