বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা দেব আজ তাঁর জন্মদিন উদযাপন করছেন। তবে জন্মদিনের আগেই তাঁর ভক্ত ও সমগ্র বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে মাতিয়ে তুলেছে তাঁর নতুন ছবি ‘খাদান’-এর সাফল্য। তিন বছরের অক্লান্ত পরিশ্রম এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে তৈরি করা এই ছবিটি দর্শকদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়া এই ছবির জয়জয়কার চলছে কলকাতা থেকে বর্ধমান ও উত্তরবঙ্গ পর্যন্ত।
জন্মদিন উপলক্ষে এক সাক্ষাৎকারে দেব জানান, এই দিনটি তাঁর কাছে ধন্যবাদ জানানোর দিন। তিনি বলেন, “আজকের দিনটি শান্তির। যাঁরা শুরু থেকে পাশে ছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। প্রযোজক, অভিনেতা, টেকনিশিয়ান এবং দর্শকদের কাছে কৃতজ্ঞ। যখন ‘খাদান’ শুরু করেছিলাম, অনেকেই বিশ্বাস করেননি। কিন্তু লড়াই এবং ভালোবাসার জোরে এটি সফল হয়েছে।”
‘খাদান’-এর সাফল্যের প্রসঙ্গে দেব বলেন, “এটি আমার জন্য ‘ডু অর ডাই’ পরিস্থিতি ছিল। ছবিটির জন্য গ্রামেগঞ্জে প্রচার চালিয়েছি, মানুষের সাড়া পেয়ে মনে হচ্ছে সেই প্রচেষ্টা সফল।” তিনি আরও বলেন, “বাংলা ছবির জন্য মাল্টিপ্লেক্সে কয়েন ছোড়া, নাচার মতো দৃশ্য কেউ দেখেনি আগে। এটি বাংলা সিনেমার জন্য নতুন আশা তৈরি করবে।”
নতুন ছবির ঘোষণার প্রসঙ্গে দেব বলেন, “এই মুহূর্তে নতুন কোনও ছবির ঘোষণা নেই। তবে আমি সব ধরনের ছবিতে কাজ করতে চাই। ‘খাদান’-এর মতো ছবি বানানোর জন্য সময় ও প্রতিশ্রুতি প্রয়োজন। তাই যে কাজই করব, সেটি অবশ্যই মানসম্পন্ন হবে।”
দেবের জন্মদিন ও তাঁর কাজের প্রতি ভালোবাসার এই বিশেষ মুহূর্ত বাংলা চলচ্চিত্রকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন ভক্তরা।