কাকদ্বীপ:প্রতি বছর গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের দুর্ভোগের অন্যতম কারণ মুড়িগঙ্গা নদীতে পলি জমে নাব্যতা হ্রাস। এবার সেই সমস্যা মোকাবিলায় রাজ্য সরকার ও দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন নিল বিশেষ উদ্যোগ। মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের পাশাপাশি, আটটি বড় বার্জের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বার্জে তিন হাজার পুণ্যার্থী একসঙ্গে পারাপার হতে পারবেন।
জেলাশাসক সুমিত গুপ্তা জানিয়েছেন, ভিড় সামলাতে ও দ্রুত যাত্রী পরিবহনের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বার্জ ও ভেসেলে ইসরোর বিশেষ প্রযুক্তির ডিভাইস সংযোজন করা হয়েছে, যা অ্যাপের মাধ্যমে লোকেশন ট্র্যাকিংয়ের পাশাপাশি নদীর নাব্যতা এবং আবহাওয়ার পরিস্থিতি জানাবে। এই প্রযুক্তি চালকদের কুয়াশা ও অন্ধকারেও সঠিক পথে চালনা করতে সাহায্য করবে। এছাড়া, ভেসেল ও বার্জে মুভিং লাইট এবং ইলেকট্রিক টাওয়ারে ফগ লাইট বসানো হবে।
প্রস্তুতির অগ্রগতি দেখতে জেলাশাসক, সুন্দরবন পুলিশ সুপার কোটেশ্বর রাও এবং অন্যান্য দফতরের আধিকারিকরা সম্প্রতি পরিদর্শন করেছেন। এছাড়া, পুণ্যার্থীদের বিশ্রামের জন্য যাত্রী শেড, পানীয় জল এবং শৌচালয়ের ব্যবস্থা করা হচ্ছে।
পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে ১২ হাজার পুলিশ, ড্রোন, স্পিডবোট এবং হোভারক্র্যাফ্ট মোতায়েন থাকবে। পাশাপাশি, মেগা কন্ট্রোলরুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হচ্ছে।
জেলাশাসকের বক্তব্য অনুযায়ী, গঙ্গাসাগর বাসস্ট্যান্ড থেকে তীর্থযাত্রীদের স্নানঘাটে পৌঁছানোর জন্য নতুন রাস্তা তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৫ সালের ৬ জানুয়ারি প্রস্তুতি পরিদর্শন করতে আসতে পারেন বলে জানা গেছে।
এই বিশেষ ব্যবস্থাগুলি পুণ্যার্থীদের যাত্রা আরও সরল করে তুলবে বলে আশা প্রশাসনের।