পূর্ব বর্ধমানের গুসকরায় বড়দিনের রাতে বেপরোয়া গতির ফলে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। মত্ত অবস্থায় থাকা এক চালকের নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন দুই ব্যক্তি এবং আহত হয়েছেন পাঁচ জন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৯টা নাগাদ গুসকরা-মানকর রোডের ধারাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে থাকা একটি চার চাকা গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি দোকানে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় দোকানের একাংশ ভেঙে যায়। শুধু তাই নয়, গাড়িটি এরপর পথচারী, একটি সাইকেল আরোহী এবং একটি বাইককে ধাক্কা মারে। ধাক্কা মারার পরে গাড়িটিও উল্টে যায়।
দুর্ঘটনার পর গুরুতর আহত সাত জনকে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে কাছাকাছি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা কালীপ্রসাদ পাল এবং শ্রীমন্ত দাস নামে দুই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, চালক মত্ত অবস্থায় ছিলেন এবং তার বেপরোয়া গতি এই দুর্ঘটনার মূল কারণ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং গাড়ির চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বড়দিনের রাতে এমন হৃদয়বিদারক দুর্ঘটনা গোটা এলাকায় শোকের ছায়া নামিয়েছে।