প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৪৫ পাতার চার্জশিট পেশ করল সিবিআই। শুক্রবার ব্যাঙ্কশাল বিশেষ সিবিআই আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়। গ্রেফতারির ৮৮ দিনের মাথায় এই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়সহ একাধিক অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, সন্তু বন্দ্যোপাধ্যায় ও অয়ন শীলের মাধ্যমে কীভাবে চাকরি বিক্রির অর্থ পার্থর কাছে পৌঁছত, তার বিস্তারিত বিবরণ রয়েছে এই চার্জশিটে। সঙ্গে প্রায় হাজারখানেক নথিও জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। অভিযোগ, চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নামের তালিকা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠানো হত। সেই তালিকা নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়া হত।
২০২২ সালের ১ অক্টোবর সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল। তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় প্রাথমিক দুর্নীতি মামলায় নতুন করে চার্জশিট জমা দেওয়ার পর পার্থর মুক্তি আরও অনিশ্চিত হয়ে পড়েছে। উল্লেখ্য, উচ্চ প্রাথমিক দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্ট সম্প্রতি তার জামিনের আবেদন খারিজ করেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই চার্জশিট পার্থ চট্টোপাধ্যায়ের আইনি লড়াইকে আরও জটিল করে তুলবে। অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার এই চক্রে তৃণমূলের প্রাক্তন মহাসচিবের জড়িত থাকার প্রমাণ সিবিআই তাদের চার্জশিটে পেশ করেছে বলে দাবি। বর্তমানে আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায় জেল হেফাজতে রয়েছেন।