আর তিনদিন পর নতুন বছর ২০২৫। কিন্তু তার আগেই বর্ষবরণের উৎসবের মাঝখানে বাধা হয়ে দাঁড়াল বারাসতের যশোর রোড। আজ, শনিবার রাত ১০টা থেকে রবিবার ভোর ৫টা এবং একইভাবে রবিবার রাত ১০টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত যশোর রোডে যান চলাচল বন্ধ থাকবে। কাজিপাড়ায় ১ নম্বর রেল ট্র্যাক পরিবর্তনের জন্য প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
দিনের বেলাতেও সংস্কারের কাজের জন্য রাস্তা বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা ও নিত্যযাত্রীরা সমস্যায় পড়ছেন। টানা দুটি রাত এই রাস্তা বন্ধ থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। ভারী যানবাহনের বিকল্প পথে ঘোরার কারণে যানজটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
যশোর রোড আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। রাস্তা বন্ধ থাকায় কলকাতা থেকে বনগাঁ, টাকি এবং রাজারহাটের দিকে যাতায়াতকারী গাড়িগুলিকে বিভিন্ন বিকল্প রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে। বারাসতের চাঁপাডালি মোড়, ১২ নম্বর জাতীয় সড়ক, এবং কলোনি মোড় ব্যবহার করে গাড়ি পরিচালনা করা হবে। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকছে।
তবে, ট্রাফিক পুলিশ দাবি করেছে যে বিকল্প পথের ব্যবস্থা থাকায় যান চলাচলে তেমন সমস্যা হবে না। কাজিপাড়া রেলগেট সংলগ্ন যশোর রোডের সংস্কার দ্রুত শেষ করার লক্ষ্যে কাজ চলছে। প্রশাসনের লক্ষ্য ৪ জানুয়ারির মধ্যে কাজ সম্পন্ন করা, যাতে নতুন বছর থেকে আর কোনো অসুবিধায় পড়তে না হয়।
বাসিন্দাদের মতে, বর্ষবরণের আগে এমন সিদ্ধান্তে ভোগান্তি এড়ানো কঠিন। প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে লিফলেট বিলি করে সাধারণ মানুষকে বিষয়টি জানানো হয়েছে।