অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দল চাপে, আর এমন পরিস্থিতিতে ঋষভ পন্তের এক ভুল শট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে, যেখানে দলের প্রয়োজন ছিল স্থিতিশীল ব্যাটিং, সেখানে পন্তের ঝুঁকিপূর্ণ শট আউট করে দেয় তাঁকে। এই আউট দেখে রেডিও ধারাভাষ্যে কিংবদন্তি সুনীল গাভাসকর সরাসরি পন্তের সিদ্ধান্তকে ‘স্টুপিড’ বলে মন্তব্য করেন।
ম্যাচের ৫৬তম ওভারে স্কট বল্যান্ডের বলে ফাইন লেগ দিয়ে উড়ানে শট মারার চেষ্টা করেন পন্ত। প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয়বারও একই শট খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল সোজা থার্ড ম্যান ফিল্ডারের হাতে পৌঁছায়। পন্ত ৩৭ বলে ২৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। সেই সময় ভারতের স্কোর ছিল ১৯১ রানে ৬ উইকেট, এবং ফলো অন এড়ানোর জন্য প্রয়োজন ছিল আরও রান।
এই আউটের পর গাভাসকর বললেন, “ওখানে দু’জন ফিল্ডার থাকা সত্ত্বেও সেই একই শট খেলতে গিয়ে তুমি আউট হলে এটা ন্যাচারাল গেম নয়, এটা স্টুপিড শট। তুমি তোমার দলকে হতাশ করেছ। তোমার পরিস্থিতি বুঝে খেলা উচিত।”
পন্তের এই শটের সময়ে ধারাভাষ্যকার অ্যালিসা হিলিও মন্তব্য করেন, “লেগসাইডে দু’জন ফিল্ডার থাকা অবস্থায় এই শট অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল।”
পন্তের আউটের পর জাদেজাও দ্রুত ফিরে যান। তবে নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরের পার্টনারশিপ ভারতকে সামান্য স্থিতিশীলতা এনে দেয়। গাভাসকরের ক্ষোভ এবং পন্তের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে ক্রিকেট মহল। বিশেষ করে এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে এই ধরনের ঝুঁকি নেওয়ার যৌক্তিকতা নিয়ে আলোচনা তুঙ্গে।