দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে দক্ষিণ-পশ্চিম জেলা পুলিশ। তাদের কাছে পাওয়া নথিতে পশ্চিমবঙ্গের ঠিকানা উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।
পুলিশি সূত্রের খবর, এই বাংলাদেশিরা জঙ্গলের পথ ও ট্রেন ব্যবহার করে পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। এরপর জাল নথি তৈরি করে পশ্চিমবঙ্গের ঠিকানায় আধার কার্ড বানিয়ে নেয়। এই কার্ড দেখিয়ে তারা ভারতীয় নাগরিক হওয়ার ভান করছিল। তবে ঠিকানা যাচাইয়ের পর তাদের ভুয়ো পরিচয় ফাঁস হয়।
গ্রেফতার হওয়া আটজনের মধ্যে এক দম্পতি এবং তাদের ছয় সন্তান রয়েছে। জেরায় ওই ব্যক্তি স্বীকার করেছেন, তিনি প্রথমে ঢাকা থেকে ভারতে প্রবেশ করেন এবং কিছুদিন দিল্লিতে থাকার পর স্ত্রী ও সন্তানদেরও নিয়ে আসেন। এদিকে, তিনি তাদের বাংলাদেশি পরিচয়পত্র নষ্ট করে দিয়ে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে পরিচয় দিচ্ছিলেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দিল্লির রংপুরী এলাকায় বসবাস করছিল। সন্দেহভাজনদের কাছে আর কী ধরনের নথি রয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
ইতিমধ্যে দিল্লি পুলিশ পশ্চিমবঙ্গেও একটি দল পাঠাচ্ছে, যাতে এই অনুপ্রবেশকারীদের জাল নথি তৈরির চক্রের উৎস সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়।
এদিকে, কয়েকদিন আগেই দিল্লি পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছিল, যারা ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরির কাজে জড়িত ছিল। এই নতুন ঘটনায় জালিয়াতির পরিধি আরও বড় হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।