রাজ্য সরকারি কর্মীদের সেলফ অ্যাপ্রেসাল রিপোর্ট জমা এবং পর্যালোচনার সময়সীমা বাড়ানোর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের অর্থ দফতর। ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য অনলাইনে জমা পড়া অ্যাপ্রেসাল রিপোর্ট পর্যালোচনা ও জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির জন্য বিভিন্ন দফতরের আবেদন মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মীদের ১ জানুয়ারির মধ্যে নিজেদের সেলফ অ্যাপ্রেসাল রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্টিং অফিসারদের কাজ শেষ করার সময়সীমা ১৭ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এরপর রিভিউয়িং অফিসারের জন্য ২৭ জানুয়ারি এবং অ্যাক্সেপ্টিং অফিসারের জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে এই অ্যাপ্রেসাল রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত কর্মীদের স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।
তবে ডিএ নিয়ে এখনও রাজ্য সরকার কোনও নতুন ঘোষণা করেনি। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ১৪ শতাংশ ডিএ পান, যেখানে কেন্দ্রীয় কর্মীদের ডিএ ৫৩ শতাংশ। এই পার্থক্য নিয়ে অসন্তোষ ক্রমশ বাড়ছে। আন্দোলনকারীদের দাবি, প্রাপ্য ৩৯ শতাংশ ডিএ দ্রুত মেটাতে হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে রাজ্য ও কেন্দ্রের ডিএ ফারাক আরও বেড়ে যাচ্ছে।
এদিকে, রাজ্যের ষষ্ঠ পে কমিশনের কার্যকারিতা এবং ডিএ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে কর্মচারীদের মধ্যে উদ্বেগ অব্যাহত রয়েছে।
