রবিবার সন্ধ্যায় কেরলের কংগ্রেস বিধায়ক উমা থমাস কোচির জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারি থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হন। এই দুর্ঘটনার ফলে তাঁর মাথা, মেরুদণ্ড, মুখ ও পাঁজরের হাড় ভেঙে গেছে। গুরুতর অবস্থায় তাঁকে তৎক্ষণাৎ নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বিধায়কের মাথায় ও মেরুদণ্ডে গুরুতর চোট লেগেছে। পাঁজরের হাড় ভাঙার কারণে ফুসফুসে অভ্যন্তরীণ রক্তক্ষরণের ঘটনাও ঘটেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। জানা গিয়েছে, উমা থমাস রবিবার সন্ধ্যায় স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন। ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে হঠাৎ পড়ে যান তিনি। দুর্ঘটনার সময় স্টেডিয়ামে উপস্থিত অন্যান্য দর্শকরাও চমকে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উমা থমাস কেরলে একজন বিশিষ্ট কংগ্রেস নেত্রী। তাঁর এমন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর রাজ্যজুড়ে উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মী এবং সমর্থকরা তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল গঠন করা হয়েছে। তবে চিকিৎসকরা এখনও পর্যন্ত কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারেননি। আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।