বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট মেলবোর্নে শেষ হলেও বিতর্ক থামছে না। ভারত ১৮৪ রানে পরাজিত হলেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দুটি ঘটনা। প্রথমটি যশস্বী জসওয়ালের আউট এবং দ্বিতীয়টি ট্র্যাভিস হেডের বিতর্কিত সেলিব্রেশন।
ঘটনাটি ঘটেছিল ম্যাচের শেষ দিনের চায়ের বিরতির পরে। দ্বিতীয় ইনিংসে ভারতের প্রয়োজন ছিল ৩৪০ রান। ক্রিজে থাকা যশস্বী জসওয়াল ও ঋষভ পন্তের জুটি ভাঙতে ট্র্যাভিস হেডকে বল করানোর সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সফল হন তিনি। হেডের বলে বড় শট খেলতে গিয়ে ডিপ লং অনে ক্যাচ তুলে দেন পন্ত। তবে এই উইকেট নেওয়ার পর হেডের অঙ্গভঙ্গিমূলক সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্স ঘটনাটির ব্যাখ্যা করে জানান, হেড বোঝাতে চেয়েছিলেন যে তার আঙুল এতটাই গরম হয়ে গিয়েছিল যে বরফে ডুবিয়ে রাখতে হবে। তবে এই যুক্তি সবার কাছে গ্রহণযোগ্য হয়নি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে লেখেন, “হেডের এই আচরণ ১৫০ কোটি ভারতবাসীর অপমান। তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এমন সাহস না করে।”
উল্লেখ্য, মেলবোর্নে এই হারের ফলে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ৩ জানুয়ারি সিডনিতে অনুষ্ঠিত হবে। এখন দেখার, ভারতীয় দল এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে পারে কিনা।