২০২৪-এর বক্স অফিসে ‘খাদান’-এর জয়যাত্রার পর, ২০২৫-এর প্রথম দিনে রক্তচক্ষু নিয়ে নতুন চমক দিলেন সুপারস্টার দেব। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের ভয়ঙ্কর লুকে ধরা দিয়ে অনুরাগীদের শুভেচ্ছা জানান তিনি। মাথায় ফেট্টি, কপালে তিলক আর চাদরে মোড়া মুখে বেরিয়ে থাকা রক্তচক্ষু—এমন ভয়ংকর রূপে দেখা দিলেন ‘রঘু ডাকাত’।দেব লিখেছেন, “শুভ নববর্ষ! প্রতিশ্রুতি অনুযায়ী, খাদানের পর আমার পরবর্তী উদ্যোগ নিয়ে আসছি।” পোস্ট দেখেই অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভরে যায় কমেন্ট বক্স। কেউ নতুন বছরের শুভেচ্ছা জানালেন, কেউ আবার নতুন ছবির জন্য শুভকামনা দিলেন।
‘খাদান’-এর পর থেকেই ‘রঘু ডাকাত’ নিয়ে চর্চা শুরু হয়েছিল টলিপাড়ায়। শোনা যায়, SVF ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। ২০২৫-এর পুজোয় মুক্তি পাবে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবি। নাম ভূমিকায় দেবই থাকছেন।
প্রসঙ্গত, ২০২১ সালে ‘রঘু ডাকাত’-এর কথা ঘোষণা হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে ছবির কাজ বারবার পিছিয়ে যায়। এবার বছরের শুরুতেই দেবের লুক প্রকাশ হওয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দর্শকদের মধ্যে। দেবের দাবি, “এই ছবি বাঙালির গর্বের আরেকটি অধ্যায় রচনা করবে।”
এদিকে, একই পুজোয় উইন্ডোজ প্রোডাকশন আনছে ‘রক্তবীজ ২’। ফলে, ২০২৫-এর পুজোয় বাঙালির বক্স অফিসে দেবের ‘রঘু ডাকাত’ বনাম উইন্ডোজের ‘রক্তবীজ ২’ নিয়ে জমজমাট প্রতিযোগিতা দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।