বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় বিজেপি সরকারকে কড়া আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ডায়মন্ড হারবারে একটি স্বাস্থ্য শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বাংলাদেশ যে ভাষায় বোঝে, সেই ভাষাতেই কেন্দ্র যেন জবাব দেয়।”অভিষেকের অভিযোগ, বাংলাদেশের অভ্যন্তরে চলমান হিন্দুদের ওপর অত্যাচার ও নৈরাজ্য নিয়ে কেন্দ্রের নীরবতা উদ্বেগজনক। তিনি বলেন, “বাংলাদেশ জুড়ে যে ধরনের নৃশংসতা চলছে, তা সবাই জানে। কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তা এই বিষয়ে আরও জল্পনা বাড়িয়ে তুলছে। আমরা চাই কেন্দ্র উপযুক্ত জবাব দিক। তৃণমূল কংগ্রেস এই বিষয়ে প্রথম দিন থেকেই কেন্দ্রের পাশে রয়েছে। বিদেশ সংক্রান্ত বিষয়ে কেন্দ্র যে পদক্ষেপই গ্রহণ করবে, তাতে আমাদের পূর্ণ সমর্থন থাকবে।”
অভিষেক আরও বলেন, “বাংলাদেশে ভারত-বিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে। সরকার বা রাজনৈতিক নেতারা নানা উল্টোপাল্টা মন্তব্য করছেন। এর প্রতিফলন পশ্চিমবঙ্গের রাজনীতিতেও পড়ছে। কেন্দ্র যদি উপযুক্ত পদক্ষেপ না নেয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হবে।”
উল্লেখ্য, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলাদেশ ইস্যুতে কড়া অবস্থান নিয়েছিলেন। তবে তৃণমূল কংগ্রেস সতর্ক, বাংলাদেশ ইস্যুতে বিজেপি যাতে মেরুকরণের ফায়দা না তুলতে পারে।
তৃণমূলের অবস্থান স্পষ্ট—বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের পাশে দাঁড়িয়েও তাদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলবে। কেন্দ্রীয় সরকার বাংলাদেশে নৈরাজ্যের বিষয়ে কী পদক্ষেপ নেয়, তা এখন দেখার বিষয়।