নতুন বছরের শুরুতেই কৃষকদের স্বার্থে বড় পদক্ষেপ নিল মোদী সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ২০২৫-২৬ সাল পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়াও, ডিএপি সারের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে সরকার।কেন্দ্রীয় সরকারের ঘোষণায় জানানো হয়েছে, ফসল বিমা যোজনার জন্য মোট ৬৯,৫১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই যোজনা ২০২৬ সালের পরেও চালু থাকবে বলে কৃষিমন্ত্রী আশ্বাস দিয়েছেন। পাশাপাশি, ৮২৪ কোটি টাকার একটি বিশেষ তহবিল তৈরির কথাও বলা হয়েছে।
ডিএপি সারের দাম বাড়তে পারে বলে যে শঙ্কা ছিল, তা দূর করেছে সরকার। দাম প্রতি ব্যাগে ১৩৫০ টাকা অপরিবর্তিত থাকবে। মূলত, ভর্তুকির পরিমাণ বাড়িয়ে ৩৮৫০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে, যার ফলে সারের বাড়তি মূল্য রোধ করা সম্ভব হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানায় কৃষকদের টানা আন্দোলনের কারণে সরকার চাপের মুখে ছিল। এই পরিস্থিতিতে কৃষকদের স্বার্থে নেওয়া এই পদক্ষেপগুলো সরকারের জন্য গুরুত্বপূর্ণ। এরই মধ্যে আগামী ৪ জানুয়ারি পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তে কিষান পঞ্চায়েত অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে কৃষকদের জন্য এই সুবিধা ঘোষণা সরকারের রাজনৈতিক কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।
কৃষকদের স্বার্থে ফসল বিমা ও সারের দাম স্থিতিশীল রাখা নতুন বছরের একটি ইতিবাচক বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।