ভারতে ইন্টারনেট পরিষেবা চালু করতে আগ্রহ প্রকাশ করেছে ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক। তবে এর আগেই সংস্থাটি সমস্যায় পড়তে পারে। সম্প্রতি মণিপুরে জঙ্গিদের কাছ থেকে ‘স্টারলিঙ্ক’ লেখা একটি রাউটার উদ্ধার হওয়ার ঘটনায় বিষয়টি সামনে আসে। মাস্ক দাবি করেছেন, ভারতে স্টারলিঙ্কের পরিষেবা এখনো শুরু হয়নি। তবে এর আগেও আন্দামান সাগরে পাচারকারীদের কাছ থেকে স্টারলিঙ্ক ডিভাইস উদ্ধার হয়েছিল।স্বরাষ্ট্র মন্ত্রক ও টেলি যোগাযোগ মন্ত্রক এ বিষয়ে সতর্ক হয়েছে। সরকারের পক্ষ থেকে স্টারলিঙ্ক ডিভাইসের মালিকদের তথ্য জানতে চাওয়া হলেও মাস্কের সংস্থা তা সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, এই ডিভাইসগুলো বেআইনি যোগাযোগ নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্টারলিঙ্ক ইতিমধ্যে ভারতে লাইসেন্সের জন্য আবেদন করেছে, কিন্তু নিরাপত্তার কারণে তা এখনো অনুমোদিত হয়নি। পরিস্থিতি আরও জটিল হয়েছে, কারণ মণিপুরের ইম্ফল পূর্ব জেলায় সম্প্রতি উদ্ধার হওয়া যুদ্ধ সরঞ্জামগুলোর মধ্যে একটি স্টারলিঙ্ক রাউটারও ছিল। সেটিতে ‘RPF/PLA’ লেখা ছিল, যা মৈতৈ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।মাস্ক অবশ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দাবি করেছেন, ভারতে স্টারলিঙ্ক পরিষেবা এখনো চালু হয়নি এবং তার স্যাটেলাইট সংযোগ বন্ধ রয়েছে। তবে গত ১৯ মাস ধরে মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার মাঝে এই ডিভাইস পাওয়ায় সন্দেহ ঘনীভূত হয়েছে।
এ অবস্থায়, স্টারলিঙ্কের কার্যক্রম শুরু করার আগে সরকারের অনুমোদন আদায় করতে সংস্থাটিকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে।