‘দৃশ্যম’ সিরিজের তৃতীয় কিস্তি নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি নিজের নতুন ছবি ‘বারোজ থ্রিডি’-র প্রচারের মাঝেই এই বিষয়ে আপডেট দিয়েছেন মোহনলাল। এক সাক্ষাৎকারে তিনি ক্রসওভারের সম্ভাবনা নিয়ে কথা বলেন।মোহনলালকে প্রশ্ন করা হয়েছিল, ‘দৃশ্যম’ সিরিজে অজয় দেবগনের সঙ্গে ক্রসওভার হওয়ার সম্ভাবনা আছে কিনা। উত্তরে তিনি বলেন, “আমার কোনও ধারণা নেই। আমিও চাই যেন এটা হয়। আপনারাও প্রার্থনা করুন।”
‘দৃশ্যম ৩’-এর বিষয়ে তিনি জানান, “চিত্রনাট্য নিয়ে এখনও কাজ চলছে। ভালো সিক্যুয়াল তৈরি করা সহজ নয়। এটি পরিচালকের জন্য এবং আমাদের সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা এখনও এটি নিয়ে কাজ করছি। আশা করি, অজয়ের সঙ্গে ক্রসওভার একদিন হবে।”মোহনলালের ‘দৃশ্যম ২’ মালয়ালম ছবিটি বক্স অফিসে সাড়া ফেলেছিল। ছবিটি পরিচালনা করেছিলেন জিঠু জোসেফ। এর হিন্দি রিমেকেও তুমুল সাফল্য পেয়েছিল, যেখানে অভিনয় করেছিলেন অজয় দেবগন, টাবু, এবং অক্ষয় খান্না। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি বিশ্বব্যাপী ৩০০ কোটিরও বেশি আয় করেছিল।
মোহনলালের নতুন ছবি ‘ব্যারোজ’ মালয়ালম ফ্যান্টাসি থ্রিলার, যা ২৫ ডিসেম্বর হিন্দি সংস্করণে মুক্তি পেয়েছে। অন্যদিকে, অজয় দেবগন এখন তাঁর আসন্ন ছবি ‘আজাদ’-এর প্রস্তুতিতে ব্যস্ত।
অজয় দেবগন সম্প্রতি বলিউডে সিক্যুয়েল ও প্রিক্যুয়েলের ট্রেন্ড নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “ওটিটি প্ল্যাটফর্মের কারণে দর্শক এখন খুব বেছে ছবি দেখেন। পরিচিত চরিত্রগুলোর নতুন গল্প দর্শকদের বেশি আকর্ষণ করে। এ কারণেই সিক্যুয়েল বা প্রিক্যুয়েল জনপ্রিয়তা পাচ্ছে।”
‘দৃশ্যম ৩’ নিয়ে এখন দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। ক্রসওভারের খবর সামনে এলে তা নিঃসন্দেহে আরও উত্তেজনা বাড়াবে।