বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম বিভাগের কালচিনি চা বাগানে হাতির আক্রমণে মৃত্যু হল এক বনকর্মীর। মৃতের নাম মদন দেওয়ান। বৃহস্পতিবার সকালে ৪-৫টি হাতির দল বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে বেরিয়ে চা বাগানে প্রবেশ করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বনকর্মীরা। হাতি তাড়ানোর সময় মদন দেওয়ান শূন্যে এক রাউন্ড গুলি চালান। এতে হাতির দল আরও ক্ষেপে যায়। এক পর্যায়ে একটি হাতি তার উপর আক্রমণ চালায়। আত্মরক্ষার চেষ্টা করলেও হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান তিনি। ঘটনাস্থলে উপস্থিত মানুষজন পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলেন। প্রচুর জনসমাগমে হাতিরা বিরক্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং জনতাকে সরিয়ে দেওয়া হয়।
ঘটনার পর বন বিভাগের পশ্চিম উপকেন্দ্র অধিকর্তা ড. হরিকৃষ্ণন ঘটনাস্থলে পৌঁছে শোক প্রকাশ করেন। তিনি জানান, সরকারি নিয়ম মেনে মৃত বনকর্মীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি, পরিবারের একজনকে চাকরির সুপারিশ করা হবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন বিভাগ ও পুলিশের প্রচেষ্টা সত্ত্বেও হাতিরা ক্ষুব্ধ হয়ে ওঠে। স্থানীয় মানুষের অভিযোগ, প্রায়শই হাতির হামলার ঘটনা ঘটলেও যথাযথ ব্যবস্থার অভাব রয়েছে।
হাতি বনাঞ্চলে ফিরে যাওয়ার পর ঘটনাস্থলে চাঞ্চল্য কিছুটা প্রশমিত হয়। তবে এই ঘটনায় বনকর্মীদের সুরক্ষা এবং বনাঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।