ভারতীয় ক্রিকেট দলের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটেছে। চলতি টেস্ট সিরিজে নিজ ব্যর্থতার দায় স্বীকার করে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। এর আগে এমন ঘটনা ক্রিকেট ইতিহাসে খুবই বিরল। অতীতে পলি উমরিগার ব্যক্তিগত কারণে নেতৃত্ব ছাড়লেও, রোহিতের সিদ্ধান্ত সম্পূর্ণ ভিন্ন। পাঁচ দিনের টেস্টের টসের সময় জসপ্রীত বুমরাহ জানিয়েছেন, রোহিত শর্মা নিজে থেকেই এই ম্যাচে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন। বুমরাহ একে দলের ঐক্যের প্রমাণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “এই সিদ্ধান্তই বোঝায়, দলের মধ্যে কতটা সহযোগিতা ও স্বার্থহীনতা রয়েছে। রোহিত দলের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন।”
তবে ঋষভ পন্তের বক্তব্য এই ঘটনার ভিন্ন দিক তুলে ধরে। সাংবাদিক সম্মেলনে পন্ত বলেন, “এটা খুবই আবেগপ্রবণ সিদ্ধান্ত ছিল। রোহিত দীর্ঘদিন ধরে আমাদের অধিনায়ক। আমরা ওকেই দলনেতা হিসেবে দেখি। কিন্তু কিছু সিদ্ধান্ত এমন হয় যা আমাদের হাতের বাইরে। এটি সম্পূর্ণ ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, আমি সেই আলোচনায় উপস্থিত ছিলাম না।” এই ঘটনাকে ঘিরে ক্রিকেটমহলে চলছে নানা আলোচনা। কেউ বলছেন, এটি দলের মধ্যে দায়িত্ববোধ ও স্বচ্ছতার উদাহরণ, আবার কারও মতে, এই ধরনের সিদ্ধান্ত দলের নেতৃত্বে সংকট সৃষ্টি করতে পারে।
রোহিতের এই পদক্ষেপ ঐতিহাসিক এবং ভবিষ্যতে দল পরিচালনার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তবে পুরো ঘটনাটি দলীয় ব্যবস্থাপনার উপর নতুন প্রশ্ন তুলছে।
