সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম টেস্টে রোহিত শর্মার অনুপস্থিতি নিয়ে চলা জল্পনার অবসান ঘটালেন ভারতীয় অধিনায়ক। ম্যাচের আগে থেকেই গুঞ্জন চলছিল, তিনি হয়তো “অপ্ট আউট” করেছেন বা বাদ পড়েছেন। তবে আজ স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত নিজেই সমস্ত বিভ্রান্তি দূর করলেন।রোহিত স্পষ্ট ভাষায় বলেন, “আমি না ড্রপ হয়েছি, না অপ্ট আউট করেছি। আমি শুধুমাত্র এই ম্যাচের জন্য স্টেপ ডাউন করেছি। এটি সাময়িক সিদ্ধান্ত, আমি অবসর নিচ্ছি না।” তিনি ব্যাটিং ফর্ম নিয়ে নিজের চিন্তার কথা তুলে ধরে জানান, “রান পাচ্ছিলাম না। দলের স্বার্থে আমার জায়গায় ফর্মে থাকা কাউকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। এটি দলগত খেলা, ব্যক্তিগত পারফরম্যান্স নয়।”
কোচ ও নির্বাচকদের সঙ্গে পরামর্শ করে নেওয়া এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রোহিত বলেন, “আমরা দলকে জেতানোর জন্য খেলি। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াই জরুরি। ফর্মে না থাকলে দলের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”জল্পনা উসকে দেওয়া রিপোর্ট প্রসঙ্গে রোহিত কটাক্ষ করে বলেন, “যাঁরা কলম বা ল্যাপটপ নিয়ে লিখছেন, তাঁরা আমাদের জীবন বদলে দিতে পারবেন না। আমি একজন দায়িত্বশীল পিতা এবং অধিনায়ক। দলের মঙ্গলের কথা ভেবেই কাজ করেছি।”
রোহিত আরও জানান, সিডনিতে এসে কোচ ও প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেই তিনি এ সিদ্ধান্ত নেন। তাঁর কথায়, “ফর্মে থাকা কাউকে সুযোগ দেওয়া প্রয়োজন ছিল। দলের স্বার্থই সবার আগে।”
রোহিতের এই বক্তব্যে বিতর্কে ইতি টেনে দলীয় সংহতির ওপর গুরুত্বারোপ করলেন ভারতীয় অধিনায়ক।
