আরজি কর মেডিক্যাল কলেজ কাণ্ডের রেশ এখনও কাটেনি। এমন পরিস্থিতিতে এবার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এক মহিলা চিকিৎসককে আরজি কর কাণ্ডের পুনরাবৃত্তি ঘটানোর হুমকির অভিযোগ উঠে এসেছে। অভিযুক্ত হাসপাতালের সুপার।
জানা গিয়েছে, এক মাস আগে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বদলি হয়ে শান্তিপুর হাসপাতালে যোগ দেন ওই মহিলা চিকিৎসক। তিনি প্যাথলজি বিভাগে কর্মরত হলেও তাঁকে নিয়মিত আউটডোর, ইনডোর এবং ইমারজেন্সি বিভাগে কাজ করতে বাধ্য করা হয় বলে অভিযোগ। অতিরিক্ত চাপের কারণে তিনি সুপারের কাছে ডিউটি রোস্টার পুনর্বিন্যাসের আর্জি জানান।
তবে অভিযোগ, সেই সময় সুপার তাঁকে বলেন, “আমার কথা না মানলে দ্বিতীয় অভয়া কাণ্ড ঘটে যাবে।” আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে এই হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েন ওই চিকিৎসক। তিনি নিজের কন্যা ও মাকে নিয়ে একা থাকেন। এই পরিস্থিতিতে তিনি শান্তিপুর থানায় ও স্বাস্থ্য দফতরে লিখিত অভিযোগ দায়ের করলেও, তাতে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গিয়েছে।
এই ঘটনায় ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামকে ইমেল করে অভিযোগ জানান ওই চিকিৎসক। ফোরামের হস্তক্ষেপে ঘটনাটি প্রকাশ্যে আসে। তবে হাসপাতালের সুপার এই অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন।
চিকিৎসকরা বারবার নিরাপত্তার দাবি জানালেও, এমন হুমকি তাঁদের কাজের পরিবেশ আরও ভীতিকর করে তুলছে। পুলিশের নিষ্ক্রিয়তা এবং স্বাস্থ্য দফতরের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনা রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় আরও একবার নিরাপত্তার ঘাটতির বিষয়টি সামনে এনে দিয়েছে।