পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ইস্যু নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমস্যা তীব্রতর হচ্ছে। সাম্প্রতিককালে একাধিক বাংলাদেশি জঙ্গি ধরা পড়ার পাশাপাশি, ভুয়ো আধার কার্ড এবং পাসপোর্ট চক্রেরও পর্দা ফাঁস হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, সীমান্তরক্ষী বাহিনীর মদতে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ঘটছে।
মমতা অভিযোগ করেন, “বিএসএফ ইসলামপুর, সিতাই, চোপড়া-সহ একাধিক জায়গা দিয়ে লোক ঢোকাচ্ছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের কোনও ব্লু প্রিন্ট রয়েছে।” পাশাপাশি বিএসএফের বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগও তোলেন তিনি। মমতা আরও বলেন, “বর্ডার ও ভিসা ব্যবস্থাপনা রাজ্যের হাতে নেই। কেন্দ্রের কাছে বারবার জানানো হলেও কোনও সাড়া মেলেনি।”
এই প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক মমতার অভিযোগকে ভিত্তিহীন বলে খারিজ করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ভারত-বাংলাদেশ সীমান্তে আইন মেনে চলা হচ্ছে। নিরাপত্তাবাহিনী নিয়ম ভঙ্গ করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। বিএসএফ আইন মেনেই কাজ করছে।”
এদিকে, বাংলায় ধরা পড়া ভুয়ো পাসপোর্ট চক্র নিয়েও বিদেশ মন্ত্রক সাফ জানিয়েছে, ভারতীয় পাসপোর্ট শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। এর অন্যথা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
সীমান্ত ইস্যুতে এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে রাজ্য বনাম কেন্দ্রের সম্পর্ক আরও জটিল আকার নিচ্ছে। যদিও মমতা দাবি করেছেন, “আমরা দুই বাংলার মধ্যে শান্তি বজায় রাখতে চাই। কিন্তু জঙ্গি কার্যকলাপ রুখতে রাজ্য কোনও আপস করবে না।”