বড়দিনের ছুটির আবহে মুক্তি পাওয়া চারটি বাংলা ছবি বক্স অফিসে নিজেদের উপস্থিতি শক্তিশালী করেছে। তবে এই দৌড়ে সুপারস্টার দেবের ছবি ‘খাদান’ বাকিদের থেকে অনেকটাই এগিয়ে। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স থেকে জানানো হয়েছে, মাত্র ১৫ দিনে ছবিটি ১২.৩০ কোটি টাকার ব্যবসা করেছে। দেব নিজেই ফেসবুকে লিখেছেন, “সারা দেশের প্রেক্ষাগৃহে রাজত্ব করছে খাদান।”
এছাড়া জানানো হয়েছে, ১৫ দিনে ৮.১ লাখ দর্শক ছবিটি দেখেছেন। প্রথম সপ্তাহে ৩.৫ লাখ এবং দ্বিতীয় সপ্তাহে ৪.৬ লাখ মানুষ ছবিটি উপভোগ করেছেন। পশ্চিমবঙ্গের বক্স অফিস সূত্র অনুযায়ী, জাতীয় মাল্টিপ্লেক্স চেনগুলোতে ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে খাদানের আয় ৮৯.৮৯ লাখ টাকা।
অন্যদিকে, ‘সন্তান’ ছবিটি একই সময়ে ৪৮.৬৮ লাখ টাকা আয় করেছে। ছবিতে মিঠুন চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তীর অভিনয় দর্শকদের মন জয় করেছে। তৃতীয় স্থানে আছে ‘চালচিত্র’, যা আয় করেছে ১৬.৫৮ লাখ টাকা। ছবিটি প্রতিম ডি গুপ্ত পরিচালিত, যেখানে টোটা রায়চৌধুরী ও রাইমা সেন গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন।
‘৫ নং স্বপ্নময় লেন’ আয় করেছে ৭.৪৭ লাখ টাকা। এটি পরিচালনা করেছেন মানসী সিনহা। খরাজ মুখোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য অভিনীত এই ছবির গল্প দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
‘খাদান’-এর সফলতা আরও বাড়ছে, এবং ছবির শেষে ইঙ্গিত মিলেছে এর দ্বিতীয় ভাগের। বড়দিনের মরশুমে বাংলা ছবির এই সাফল্য রাজ্যের চলচ্চিত্র শিল্পকে আরও উৎসাহ দিয়েছে।
