২০২৩ সালের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়া রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবি সমালোচনার মুখে পড়লেও বক্স অফিসে বিপুল সাফল্য অর্জন করেছিল। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এই ছবি বিশ্বজুড়ে প্রায় ৯১৭ কোটি টাকা আয় করে। ছবির সাফল্যের পর থেকেই এর সিক্যুয়েল এবং ট্রিলজি নিয়ে আলোচনা শুরু হয়। এবার সেই গুঞ্জন নিশ্চিত করলেন খোদ রণবীর কাপুর।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, ‘অ্যানিম্যাল’ একটি ট্রিলজি। প্রথম ভাগ ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে এবং বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করেছে। এর পরের দুটি পর্বও আসবে। তিনি আরও জানান, এই ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়া তাঁর কাছে দারুণ উত্তেজনাপূর্ণ। কারণ এখানে তিনি নায়ক এবং কিছুটা নেতিবাচক চরিত্রে ধরা দেবেন।
পরবর্তী ভাগ ২০২৭ সালে মুক্তি পাবে বলে জানা গেছে। সন্দীপ রেড্ডি ভাঙা এবং রণবীর কাপুর দুজনেই তাঁদের অন্যান্য কাজের সময়সূচি ম্যানেজ করছেন এই প্রকল্পের জন্য।
প্রথম ছবিতে রণবীর কাপুরের সঙ্গে ছিলেন অনিল কাপুর, রশ্মিকা মন্দানা, তৃপ্তি দিমরি, ববি দেওল, এবং আরও অনেকে। ছবির গল্প এবং অ্যাকশন দর্শকদের মুগ্ধ করেছিল।
এদিকে, রণবীর কাপুর আগামীতে সঞ্জয় লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে অভিনয় করবেন। এই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন আলিয়া ভাট এবং ভিকি কৌশল। এটি ২০২৬ সালের মার্চে মুক্তি পাবে। এছাড়া, নীতীশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতেও দেখা যাবে তাঁকে।
‘অ্যানিম্যাল’-এর সাফল্য এবং ট্রিলজির ঘোষণা বলিউডে রণবীর কাপুরের অবস্থান আরও শক্তিশালী করেছে।
