আজ, ৫ জানুয়ারি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭০তম জন্মদিন। দীর্ঘ রাজনৈতিক যাত্রায় বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করা এই নেত্রীকে আজ দেশজুড়ে শুভেচ্ছার বার্তা জানানো হয়েছে। প্রবল রাজনৈতিক প্রতিপক্ষ হয়েও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালেই এক্স হ্যান্ডেলে মমতাকে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, “তাঁর জন্মদিনে, আমি আমার শুভেচ্ছা বার্তা জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা দিদিকে। প্রার্থনা করি তাঁর দীর্ঘ সুস্বাস্থ্য জীবনের।” শুধু প্রধানমন্ত্রী নন, ইন্ডিয়া ব্লকের শরিক দলগুলোর নেতারাও মমতাকে শুভেচ্ছা জানিয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্স হ্যান্ডেলে লেখেন, “উষ্ণ জন্মদিনের শুভেচ্ছা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন মমতা দিদিকে। আপনার দীর্ঘ সুস্বাস্থ্য জীবন কামনা করি।”
মুখ্যমন্ত্রীর জন্য আজকের দিনটি আরও বিশেষ হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকারের রিপোর্টের এক বড় স্বীকৃতিতে। কেন্দ্রীয় হাউজহোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে রিপোর্টে দেখা গেছে, বাংলার গ্রামীণ পরিবারের ভোগব্যয় বৃদ্ধি দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বেশি। যেখানে জাতীয় গড় ৩.৫ শতাংশ, সেখানে বাংলার হার ৫.৩৯ শতাংশ। মমতার চালু করা লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, কৃষকবন্ধু ও অন্যান্য প্রকল্পগুলোর এই সাফল্যের জন্য আজ মুখ্যমন্ত্রী প্রশংসিত হচ্ছেন। এমন এক দিনে, রাজনৈতিক সৌজন্য এবং উন্নয়নের স্বীকৃতি মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এক নতুন মাত্রা পেল। এই বিশেষ দিনে তাঁর প্রতি শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রীর দীর্ঘ জীবন ও সাফল্য কামনা করেছেন রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ।