সিডনি টেস্টে হারের পর ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি স্পষ্ট বলেছেন, “যদি কেউ টেস্ট ক্রিকেট খেলতে চায়, তাহলে ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে। এটি শুধু একটি ম্যাচের ব্যাপার নয়। ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দিলে টেস্ট ক্রিকেটে সাফল্য পাওয়া কঠিন।”
গম্ভীরের এই মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, তা কি রোহিত শর্মা ও বিরাট কোহলির উদ্দেশেই ছিল? এবারের বর্ডার-গাভাসকর ট্রফিতে ফর্মে ছিলেন না দুই মহাতারকা। পার্থের ব্যাটিং-বান্ধব পিচে একটি সেঞ্চুরি করলেও পুরো সিরিজে কোহলি ব্যর্থ হয়েছেন। নয় ইনিংসে ১৯০ রান করেছেন, যার মধ্যে আটবারই অফস্টাম্পের বাইরের বলে আউট হয়েছেন। অন্যদিকে, রোহিত শর্মার অবস্থা আরও শোচনীয়। পাঁচ ইনিংসে তাঁর গড় মাত্র ৬.২। সর্বোচ্চ স্কোর ১০। এমন পরিস্থিতিতে সিডনি টেস্টের একাদশ থেকেও তিনি বাদ পড়েন। এই অবস্থায় প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর রোহিতকে রঞ্জি ট্রফিতে খেলার পরামর্শ দিয়েছেন। গাভাসকর বলেছেন, “রঞ্জি ট্রফিতে খেলে রোহিত ক্রিজে সময় কাটানোর সুযোগ পাবে, যা তাঁর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে।”
ভারতীয় ক্রিকেটে ঘরোয়া লিগের ভূমিকা নিয়ে গম্ভীর এবং গাভাসকরের বার্তা স্পষ্ট। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমেই সিনিয়র ক্রিকেটাররা নিজেদের ফর্মে ফিরতে এবং টেস্টে সাফল্য পেতে পারেন।