চিনে নতুন ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে বাড়ছে উদ্বেগ। শীতের মুখে HMPV (হিউম্যান মেটাপনিউমোভাইরাস)-এর বিস্তার বেশ চিন্তার কারণ হয়ে উঠেছে। বিশেষ করে শিশু ও কিশোরদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণের খবর ভাইরাল হওয়ায় মানুষের মধ্যে ফিরে আসছে কোভিড-১৯-এর স্মৃতি।
২০১৯ সালে চিনের ইউহান থেকে ছড়িয়ে পড়া কোভিড মহামারির ভয়াবহ অভিজ্ঞতা এখনও তাজা। যদিও চিন সরকার ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলি এই মুহূর্তে পরিস্থিতি নিয়ে তেমন কোনো বড়সড় সতর্কতা জারি করেনি। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানান, শীত ও বসন্তে শ্বাসযন্ত্রের সংক্রমণ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। নাগরিক ও পর্যটকদের স্বাস্থ্য সচেতন থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতের Directorate General of Health Services (DGHS)-এর চিকিৎসক অতুল গোয়েল জানান, HMPV শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়। এর সাধারণ উপসর্গ সর্দি ও কাশি। খুব ছোট শিশু ও প্রবীণদের ক্ষেত্রে ফ্লু-এর মতো জটিলতা সৃষ্টি করতে পারে। তবে গত ডিসেম্বরে এই ভাইরাসের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC) জানিয়েছে, আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত সতর্কতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাশি বা হাঁচি হলে আলাদা রুমাল ব্যবহার করা, বেশি মানুষের সংস্পর্শ এড়িয়ে চলা এবং প্রয়োজনীয় সাধারণ ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যদিও পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা, তবুও সাবধানতা অবলম্বনই সংক্রমণ রোধের প্রধান উপায়।