নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জ গঠন করল ইডি। সোমবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতে এই মামলায় চার্জ গঠনের শুনানি হয়। হাসপাতাল থেকে ভার্চুয়াল মাধ্যমে বিশেষ আদালতে হাজির করা হয় কালীঘাটের কাকুকে। অসুস্থতার কারণ দেখিয়ে আগের শুনানিতে তাঁকে হাজির করানো সম্ভব হয়নি।
আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। বিচারকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সব অভিযোগ মিথ্যা। আমি প্রমাণ করব যে এই সমস্ত অভিযোগ কাল্পনিক।” তবে বিচারক সরাসরি প্রশ্ন করেন, “আপনার কাছে যদি প্রমাণ থাকে, তাহলে সেগুলো দিচ্ছেন না কেন?”
ইডির পক্ষ থেকে আদালতে দাবি করা হয়, কালীঘাটের কাকু হাই-ডিপেনডেন্সি ইউনিটে চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থার উপর নজরদারির জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। যদিও এই যুক্তি শুনেও বিচারক কড়া মন্তব্য করেন, “এ ধরনের অভিযোগ আদালত অবমাননার সমতুল।”
অন্যদিকে, সুজয়কৃষ্ণ ভদ্রও নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তাঁর প্রশ্ন, “আমার বিরুদ্ধে কী অভিযোগ?”
এ দিন অয়ন শীল এবং মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও চার্জ গঠন হয়। তবে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, প্রমাণ ছাড়া ইডি তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। বিচারক এই মন্তব্যের কড়া সমালোচনা করে জানান, চার্জ গঠন আদালতের পর্যবেক্ষণ এবং প্রমাণের ভিত্তিতেই হয়।
এই মামলায় পরবর্তী শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছে দুই পক্ষ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই চার্জ গঠন তদন্তের নতুন দিক খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
